North24Paragana1

Apr 03 2023, 16:39

*হাড়োয়ায় সদ‍্যজাত মৃত শিশু উদ্ধার*


উত্তর ২৪ পরগনা: হাড়োয়ার মল্লিকপুর এলাকায় হাড়োয়া-বেড়াচাঁপা রোডের ধারে একটি ব‍্যাগে কালো পেপারে মোড়া এবং ব‍্যান্ডেজ জরানো সদ‍্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয়র।খবর দেওয়া হয় থানায়।খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ সদ‍্যজাত শিশুর দেহ উদ্ধার করে।

North24Paragana1

Apr 03 2023, 16:38

*জগদ্দলের এলান্স জুটমিলে আগুন*


উত্তর ২৪ পরগনা: জগদ্দলের এলান্স জুটমিলের ভেতরে মজুত থাকা জুটের ছাটের স্তূপে সোমবার বেলায় আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগলো, তা জানা যায়নি। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি।

North24Paragana1

Apr 03 2023, 15:12

*বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার অশোকনগরে*

উত্তর ২৪ পরগনা: আইএসএফ এবং শাসক দলের মধ্যে গন্ডগোল। আইএসএফ নেতার বাড়ির পাশ থেকে উদ্ধার হল বোমা।চাঞ্চল্য অশোকনগরে।

অশোকনগর দিগরা মালিকবেরিয়া পঞ্চায়েতের সোলেমানপুর এলাকায় রবিবার রাতে আইএসএফ ও তৃণমূলের মধ্যে অশান্তি হয় আইএসএফের পতাকা ছেরা নিয়ে।

মারধর করা হয় দুই আইএসএফ কর্মীকে। রাতেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে আইএসএফের পক্ষ থেকে।অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।রবিবার রাতেই এলাকায় মুখে কালো কাপড় বেঁধে বাইকে করে এসে বোমাবাজি করে এবং এলাকায় আতঙ্ক তৈরি করার চেষ্টা করে এমনটাই অভিযোগ আইএসএফ নেতা তাপস ব্যানার্জির।সোমবার সকালে স্থানীয় এক আইএসএফ নেতার বাড়ির পাশ থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়।

বোমা উদ্ধার করে নিয়ে আসে অশোকনগর থানার পুলিশ।পঞ্চায়েত ভোটের আগে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তৃণমূল যুব কংগ্রেসের নেতা প্রদীপ সিংহের সাথে জানান ,এই ঘটনার সাথে তৃণমূল কোনভাবেই যুক্ত নয়। আইএসএফ একটি সাম্প্রদায়িক দল।

North24Paragana1

Apr 03 2023, 13:42

*প্রয়াত খড়দহ পুরসভার ৩নং ওয়ার্ডের পৌরমাতা কৃষ্ণা শীল*


উত্তর ২৪ পরগনা: ২০১০ সাল থেকে টানা তিনবার তৃণমূল কংগ্রেসের পৌরপ্রতিনিধি হিসাবে কাজ করেছেন তিনি।জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন বহুবছর।পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের দলে যোগদানের পর ২০১০ সালে খড়দা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে প্রথম নির্বাচিত হন।তারপর ৩ নম্বর ওয়ার্ড থেকে ২০১৫ সাল থেকে পৌর মাতা হিসাবে টানা দুবার কাজ করেছেন তিনি।তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ড তিনি সামলেছেন প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে।

দীর্ঘ দিন অসুস্থ থাকার পর রবিবার রাতে খড়দহের বেসরকারী হাসপাতালে ৬৯বছর বয়সে প্রয়াত হলেন তিনি।সোমবার সকালে প্রথমে শহর তৃণমূল কংগ্রেস কার্যালয় শ্রদ্ধা জ্ঞাপনের পর জাতীয় কংগ্রেস কার্যালয়ের পর খরদহ পুরসভা মরদেহ নিয়ে আসা হয়।খড়দহ পুরসভায় শেষ শ্রদ্ধা জানাতে  উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, বিভিন্ন ওর্য়াডের পৌরপিতা ও পৌরমাতারা।

North24Paragana1

Apr 03 2023, 13:40

*পানিহাটি অঞ্চলের ৫০০ পথ কুকুরকে টিকা কর্মসূচি এক পশুপ্রেমীর উদ্যোগে*


উত্তর ২৪ পরগনা: কথায় আছে "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর"।এই বাণী সত্যি করে দেখালেন পানিহাটির পশুপ্রেমী বিজয় সাউ।পানিহাটি বিধানসভা অঞ্চলের পথ কুকুরদের নিজের হাতে রান্না করে প্রতিদিন খাওয়ান বিজয় সাউ।পানিহাটি অঞ্চলের এক বেসরকারি স্কুলে কাজ করে সামান্য বেতন পান। আর সেই বেতন খরচ করে পথ কুকুরদের খাওয়ার দেওয়া থেকে শুরু করে সেবা সুশ্রুষা সবটাই করেন বিজয় বাবু।কেউ খুশি হয়ে টাকা দেন।সেই টাকা পথ কুকুরদের পেছনে খরচ করেন এই পশুপ্রেমী।

আজ পশুপ্রেমী বিজয় সাউ পানিহাটি বিধানসভা অঞ্চলের ৫০০ পথ কুকুরকে টিকা এলাকায় ঘুরে ঘুরে টিকা দিলেন।বিজয় সাউয়ের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পানিহাটি অঞ্চলের আপামর সাধারণ মানুষ।যেখানে দেখা যায় মানুষ কুকুরদের ওপর অত্যাচার করে।সেই জায়গায় দাঁড়িয়ে পথপুকুরদের প্রতি পশুপ্রেমী বিজয় সাউয়ের এই স্নেহ ভালোবাসা মানুষরুপী অভিভাবককেও হার মানাবে।

North24Paragana1

Apr 03 2023, 11:37

ফের সরব মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়


উত্তর ২৪ পরগনা: ফের বিস্ফোরক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার ঘোলা মহিষপোতায় প্রবেশদ্বার উদ্বোধনে বলেন, "মমতা ব্যানার্জি অনেককে মন্দিরের পূজারী করেছিলেন। তবে সব পূজারী ভালো হয় নি ।কিছু কিছু পূজারী খারাপ হয়ে গেছে। তার মানে গোটা দলটা খারাপ হয়ে যায় নি ,মন্দিরটা খারাপ হয়ে যায় নি " ।

খড়দহ বিধানসভার ঘোলা মহিষপোতায় প্রবেশদ্বার উদ্বোধনের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করে বলেন," সুজন চক্রবর্তীকে দেখে এখন মনে হয় পাক্কা বৈষ্ণব ।কোনদিন একটা পিঁপড়েও মারেনি।এই ভন্ডদের থেকে সাবধান থাকবেন।"

North24Paragana1

Apr 02 2023, 17:32

বসিরহাটে রাম নবমীর র‍্যালি


উত্তর ২৪ পরগনা:রামনবমী উপলক্ষ্যে বসিরহাট সবুজ সংঘ মাঠ থেকে রাম নবমীর মিছিলে (র‍্যালিতে) উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ সহ কয়েক হাজার বিজেপি কর্মীর সমর্থকরা ।পায়ে হেঁটে বন্যার্ধ শোভাযাত্রা (র‍্যালি) সারা বসিরহাট শহর ঘুরে সবুজ সংঘ মাঠে গিয়ে শেষ হবে ।

North24Paragana1

Apr 02 2023, 17:00

*ব্যবসায় ঝামেলার জেরেই রাজু খুন! খুনের নেপথ্যে গাড়ির চালককে সন্দেহ অর্জুনের*


 

উত্তর ২৪ পরগনা: রাজু খুনে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজু এক জন ব্যবসায়ী ছিল।দীর্ঘ দিন ধরে রাজুর সাথে সম্পর্ক'। মাঝে দুই বছর কথা হয়নি। বিহারের সাংসদ অর্জুন সিং এর বাড়ির এলাকাতেই রাজু ঝা এর বাড়ী। সেই সূত্রেই রাজুর সাথে যোগাযোগ। রাজু ঝা খুনের ঘটনায় রাজুর গাড়ির চালক কে সন্দেহ করছেন সাংসদ অর্জুন সিং।ড্রাইভারের মুড়ি খেতে নামা টাই সন্দেহজনক বলে সাংসদের মনে হচ্ছে।তবে রাজুর পরিবারের পাশে তিনি আছেন এবং থাকবেনও।

রাজু ঝা কে বিজেপি তে যোগদান একা সাংসদ অর্জুন সিং করান নি।তিনি বলেন, দিলীপ ঘোষের হাত ধরেই রাজু ঝা বিজেপি তে যোগদান করেছিল।তবে সাংসদ অর্জুন সিং জানান ব্যবসায়ী শত্রুতার জেড়েই রাজু খুন হয়েছে!

North24Paragana1

Apr 02 2023, 16:58

*ডিজিটালি জন্য উদ্বোধন হল ওয়েব জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম*

উত্তর ২৪ পরগনা: খড়দহ বিধানসভা বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের তরফে ডিজিটালি তথ্য সংগ্রহের জন্য উদ্বোধন হল "ওয়েব জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম"।এই ওয়েব জিআইএস সিস্টেম উদ্বোধন করেন দমদমের সাংসদ সৌগত রায়।মূলত গোটা পঞ্চায়েতের ভৌগোলিক ও সামাজিক নানা তথ্যাদি নিয়ে এই তথ্য ভান্ডার তৈরী করা হল। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের গ্রামীন কোন পঞ্চায়েতে এই প্রথম বলে খবর।

এই পরিসেবার মাধ্যমে পঞ্চায়েত ও সাধারণ জনগনের যোগসূত্র দৃঢ় হবে।সহজেই মিলবে অঞ্চল সম্পর্কিত নানা তথ্য।এর পাশাপাশি, বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের জন্য সাংসদ সৌগত রায় উদ্বোধন করলেন একটি অ্যাম্বুলেন্স।এই দুটি উদ্যোগের ক্ষেত্রে প্রয়াত প্রাক্তন বন্দীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নাজমা বিবির প্রচেষ্টার কাজ শুরু হলেও প্রায় দুবছর পর রবিবার রুপায়ন হয় এই দুটি উদ্যোগ।

সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বন্দীপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নুর নাহার বিবি, উপপ্রধান রুহুপ আলী , ব্যারাকপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দেবব্রত চৌধুরী,জেলা পরিষদের সদস্য তাপসী দেবনাথ চ্যার্টার্জী ,ব্যারাকপুর ২পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শুকুর আলী পুরকাইত ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমর পাল,বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ধীমান পাল সহ অন্যান্যরা।

North24Paragana1

Apr 02 2023, 16:14

*৬০ পেরিয়ে ৬১ তে পা রাখলেন সাংসদ অর্জুন সিং, শুভেচ্ছা বার্তা পাঠালেন নেত্রীও*


উত্তর ২৪ পরগনা:৬০ পেরিয়ে ৬১ বছরে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। রবিবার তাঁর জন্মদিনে দলীয় কর্মী ও অনুগামীদের শুভেচছা ও অভিনন্দন পেয়ে আপ্লুত সাংসদও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংসদকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।এপ্রসঙ্গে সাংসদের প্রতিক্রিয়া, দিদির কাছ থেকে শুভেচ্ছা বার্তা একটা বাড়তি আনন্দ তো বটেই। তবে নিন্দুকেরা যতই বলুক না কেন, জন্মদিনে শুভেচছা জানাতে এত মানুষের আগমন প্রমান করছে সাংসদের জনপ্রিয়তা এখনও অটুট।